Royal Office Equipment
ইলেকট্রনিক টেন্ডারিং এর ইতিহাসঃ
ই-টেন্ডার বর্তমানে অনেক জনপ্রিয় হলেও এর ধারণা অনেক আগের। প্রাথমিক অবস্থায় e-procurement বলতে শুধুমাত্র ইলেক্ট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ কে-ই বোঝাতো। ৬০ এর দশকে আমেরিকার কিছু কিছু হাসপাতাল, গাড়ী তৈরী কারখানা, টুরিজম ইনডাষ্ট্রিতে ইলেক্ট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ এর মাধ্যমে পণ্য কেনায় সুবিধার কথা জানা যায় যা মূলত ই-কমার্স। ৯০ এর দশকে বিভিন্ন দপ্তরে ইলেক্ট্রনিক মাধ্যম ব্যবহার করে দরপত্র প্রক্রিয়া করার বিষয়ে বিভিন্ন একাডেমিক আলোচনা ও গবেষণা শুরু হয়। তবে এটা অনস্বীকার্য যে, ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে ইলেক্ট্রনিক প্লাটফর্ম ব্যবহার করে দরপত্রের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়ের গূরূত্ব বৃদ্ধি পায়।উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল এবং সরকারী অর্থ ব্যয়ে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ই-টেণ্ডারিং ব্যবস্থা প্রবর্তন বর্তমান সরকারের অন্যতম প্রতিশ্রুতি। তারই ধারাবাহিকতায়, গত ০২ জুন ২০১১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ইলেকট্রনিক গভর্ণমেণ্ট প্রকিউরমেণ্ট (ই-জিপি) পোর্টালটি উদ্বোধন করা হয়েছে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে ই-প্রকিউরমেন্ট চালু আছে -
# KONEPS দক্ষিন কোরিয়া ১৯৯৭ সালে
# PhilGEPS ফিলিপাইন ২০০১ সালে
# Merx কানাডা ১৯৯৭ সালে
# Compranet মেক্সিকো ১৯৯৫ সালে
# GeBIZ সিঙ্গাপুর ২০০০ সালে
Comments
Post a Comment